দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের এক স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুনকে (কাঁচি) সমর্থন জানিয়ে বিএনএম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম সিকদার (নোঙ্গর) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি সোমবার বিকেলে চৌহালী উপজেলা সাবেক চেযারম্যান মাহফুজার বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আব্দুল হাকিম বলেন, নির্বাচনে তার দল থেকে সহযোগিতা না পাওয়ায় ওই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। সাবেক যুবলীগ নেতা বিএনএমের এই প্রার্থী আরো বলেন, বিএনএমের পক্ষ থেকে উপজেলা সভাপতির দায়িত্ব দেয়ায় আমি ওই দলে যোগ দেই।
দলের মনোনীত প্রার্থী হিসেবে ওই আসনে নির্বাচনে অংশগ্রহণ করি এবং দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুনকে বিজয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার প্রতিদ্বন্দী সমর্থন দেয়ায় খুশি হয়েছি। আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং সবাই মিলে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উভয় প্রার্থীর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।